হোম / আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে। ‘আহলে সালাফ মিডিয়া সার্ভিস’ এ আপনাকে স্বাগতম! বর্তমানে মিডিয়া জগত দ্বীন প্রকাশের একটি বড় মাধ্যম। প্রচুর পরিমাণে মিডিয়া থাকার পরও আমাদের মিডিয়া সার্ভিসটি অন্যদের তুলনায় ইনশাআল্লাহ্ কিছুটা ব্যতিক্রম।

তার কারণ হলো, আমাদের মৌলিক উদ্দেশ্যই হচ্ছে, দ্বীনের সহীহ্, সঠিক ও ভার্সাম্যপূর্ণ বিষয় মানুষের সামনে তুলে ধরা। দ্বীনের মাঝে বিবেধ নয়, বরং ঐক্য ও সংহতি প্রদর্শনই ঈমান ও ইসলামের মৌলিক দাবি। সেই প্রেরণা থেকেই যাত্রা শুরু হল ‘আহলে সালাফ মিডিয়া সার্ভিসে’র।

স্বপ্নটি বাস্তবায়নের জন্য পাড়ি দিতে হবে অনেক পথ। মাথায় নিতে হবে এক বিশাল বোঝা। কিন্তু আল্লাহ তাআলা যদি কোন কিছুকে সহজ করে দেন, তাহলে দুনিয়ার তাবৎ কিছু মিলেও সে পথকে দুর্গম করতে পারে না। আমাদের সম্পর্কে এর চেয়ে আর বেশি কিছু বলার নেই।

আর আল্লাহ তাআলা কোন পথকে দুর্গম করে দিতে চাইলে, পৃথিবীর সকলে মিলে সেই পথকে সুগম করতে পারবে না। আল্লাহ্ তায়ালা আমাদের কাজগুলোকে কবুল করুন এবং সকল বিষয়ে তিনি আমাদের সহযোগী হোন। আল্লাহই উত্তম কর্মবিধায়ক।

আমাদের কার্যক্রমঃ

১. প্রশ্নোত্তর ও বিষয়ভিত্তিক প্রবন্ধ নিবন্ধ প্রকাশ

২. প্রয়োজনীয় গ্রন্থ প্রকাশ

৩. সাধারণ মানুষের ফাতাওয়া-ফারায়েয প্রদান।

৪. বিষয়ভিত্তিক অডিও ভিডিও প্রকাশ।

আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। আমীন।

error: Content is protected !!