আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! প্রিয় মুসলিম ভাই ও বোনেরা!
বদরী কমিটির সদস্য আবেদন
বদরী কমিটির সদস্য আবেদন। আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আহলে সুন্নত ওয়াল জামাতের সঠিক আকিদা বিশ্বাস প্রচার-প্রসার, দৈনন্দিন মাসআলা মাসায়েল, আমল ও আখলাকী বিষয়ের প্রচার ও বাতিলপন্থীদের নানামুখী প্রশ্নের দলীলভিত্তিক জবাব প্রদান করার নিমিত্তে প্রতিষ্ঠিত হয়েছে আহলে সালাফ মিডিয়া সার্ভিস।
দ্বীন-ইসলামের প্রচারের নিমিত্তে অদ্য রমজান মাস (মার্চ, ২০২৪ইং) থেকে অফিসিয়াল পদ্ধতিতে শুরু হয়েছে আমাদের কার্যক্রম।
আহলে সালাফ মিডিয়া সার্ভিসের যাবতীয় দ্বীনী কার্যক্রম সচল রাখার জন্য আহলে খায়েরদের পরামর্শক্রমে কয়েকটি ক্যাটাগরীর বদরী কমিটি করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। আপনারা নিম্নে বর্ণিত ৩টি ক্যাটাগড়ি তে বদরী কমিটির সদস্য আবেদন করতে পারেন।
৩টি ক্যাটাগরি
১- বাৎসরিক দুই হাজার টাকা [২,০০০/=]।
২- বাৎসরিক পাচ হাজার টাকা [৫,০০০/=]।
৩- বাৎসরিক দশ হাজার টাকা [১০,০০০/=]
আগ্রহী ভাইদের নিম্নোক্ত তথ্যাবলীসহ দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করতে জানানো হচ্ছে-
নাম-
পিতার নাম-
অস্থায়ী ঠিকানা-
স্থায়ী ঠিকানা-
মেইল এড্রেস-
মোবাইল/ফোন-
বাৎসরিক চাঁদা পরিমাণ-
পরিশোধের সম্ভাব্য তারিখ-
এছাড়া কেউ যদি এর চেয়েও কমে বাৎসরিক সদস্য হতে চান তাহলেও যোগাযোগ করার অনুরোধ থাকল।
বিঃদ্রঃ
# বছরের যে কোন সময় সদস্য হওয়া যাবে।
# বছরের যে কোন সময় বাৎসরিক চাঁদাটি পরিশোধ করা যাবে।
# একজন তিনটি ক্যাটাগরির যে কোন একটি বা একাধিক ক্যাটাগরির সদস্য হতে পারবেন।
# অল্প অল্প করেও জমা দেয়া যাবে।
নিজে সদস্য হয়ে অন্যদেরও সদস্য বানানোর জন্য ফিকির করে দ্বীন-ইসলামের মশাল উড্ডিন করার প্রত্যয় গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের তার দ্বীনের জন্য কবুল করুন। আমীন।কার্যক্রমকে সচল রাখতে এবং সুনিপুণভাবে কার্যক্রম পরিচালনা করতে উপরোক্ত পদ্ধতি গ্রহণ সহযোগী হবে বলে আমাদের বিশ্বাস। আল্লাহ তাআলা সকল কিছুর মালিক। তিনিই উত্তম দাতা এবং প্রতিদানের মালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন। সাইটে প্রকাশিত প্রতিটি লেখা প্রতিটি ভিডিও এর সদকায়ে জারিয়া আমাদের সবার জন্য কিয়ামত পর্যন্ত জারী রাখুন। আমীন।
একাউন্ট এড্রেস
- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিডেট।
IBBL AGENT BANKING
Account Title– MOHAMMAD SAYIDUR RAHMAN
20507770228390517
- DUTCH BANGLA AGENT BANKING
Account Title– MOHAMMAD SAYIDUR RAHMAN
7017515576780
- বিকাশ : 01868-794390 হোয়াটসাপে মেসেজ দিয়ে নিশ্চিত হয়ে নিন।
মেইল– annasihah91@gmail.com
মোবাইল : 01868-794390