হোম / লক্ষ্য ও উদ্দেশ্য

লক্ষ্য ও উদ্দেশ্য

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

‘আহলে সালাফ মিডিয়া সার্ভিস’ এর লক্ষ্য ও উদ্দেশ্য

‘আহলে সালাফ মিডিয়া সার্ভিস’ এর লক্ষ্য ও উদ্দেশ্য। ‘আহলে সালাফ মিডিয়া সার্ভিস’ এ আপনাকে স্বাগতম! বর্তমানে মিডিয়া জগত দ্বীন প্রকাশের একটি বড় মাধ্যম। প্রচুর পরিমাণে মিডিয়া থাকার পরও আমাদের মিডিয়া সার্ভিসটি অন্যদের তুলনায় ইনশাআল্লাহ্ কিছুটা ব্যতিক্রম।

তার কারণ হলো, আমাদের মৌলিক উদ্দেশ্যই হচ্ছে, দ্বীনের সহীহ্, সঠিক ও ভার্সাম্যপূর্ণ বিষয় মানুষের সামনে তুলে ধরা। দ্বীনের মাঝে বিবেধ নয়, বরং ঐক্য ও সংহতি প্রদর্শনই ঈমান ও ইসলামের মৌলিক দাবি। সেই প্রেরণা থেকেই যাত্রা শুরু হল ‘আহলে সালাফ মিডিয়া সার্ভিসে’র।
স্বপ্নটি বাস্তবায়নের জন্য পাড়ি দিতে হবে অনেক পথ। মাথায় নিতে হবে এক বিশাল বোঝা।

কিন্তু আল্লাহ তাআলা যদি কোন কিছুকে সহজ করে দেন, তাহলে দুনিয়ার তাবৎ কিছু মিলেও সে পথকে দুর্গম করতে পারে না। আর আল্লাহ তাআলা কোন পথকে দুর্গম করে দিতে চাইলে, পৃথিবীর সকলে মিলে সেই পথকে সুগম করতে পারবে না। আল্লাহ্ তায়ালা আমাদের কাজগুলোকে কবুল করুন এবং সকল বিষয়ে তিনি আমাদের সহযোগী হোন। আল্লাহই উত্তম কর্মবিধায়ক।
মিডিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের মনোনীত দ্বীনের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামীনের রেজামন্দী হাসিল করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

Contact Us !

Welcome to ahlesalafmedia!

Please email us if you have any queries about the site, advertising, or anything else.

contact-us

annasihah91@gmail.com

We will revert you as soon as possible…!

Thank you for contacting us!
Have a great day

error: Content is protected !!