যাকাতের হিসাব করুন খুব সহজে আর্টিকেলটি আপনার জন্য। যদি আপনি সহজে নিজের যাকাতের হিসাব বের করতে চান তাহলে নিম্নের আর্টিকেলটি পড়ুন এবং যাকাতের হিসাব করুন খুব সহজে।
যাকাতের হিসাব করুন খুব সহজে Easy Zakat Calculator
নিম্নে আমরা আপনার জন্য টেবিল আকারে একটি ফরম তৈরী করে দিলাম। আপনি এটি দেখে খুব সহজেই নিজের যাবতীয় সম্পদের যাকাতের হিসাব বের করতে পারবেন।
যে সকল সম্পদের উপর যাকাত ফরয |
টাকা |
১. স্বর্ণ (ব্যবহৃত অলংকার হোক বা ব্যবসার পণ্য, অলংকার, বার বা গিনি কয়েন যে আকারেই থাকুক সকল প্রকারের স্বর্ণ হিসাবযোগ্য): |
|
২. রূপা (ব্যবহৃত অলংকার হোক বা ব্যবসার পণ্য এবং অলংকার বা অন্য যে আকারেই থাকুক সব প্রকারের রূপা হিসাবযোগ্য): |
|
৩. নগদ টাকা: |
|
৪. কারো কাছে গচ্ছিত আমানত: |
|
৫. অন্যের কাছে পাওনা টাকা (যা পাওয়া নিশ্চিত বা পাওয়ার আশা রয়েছে): |
|
৬. সিকিউরিটি মানি (যা সম্পূর্ণ ফেরতযোগ্য; অ্যাডভান্স হিসেবে প্রদত্ত অফেরতযোগ্য অগ্রীম ভাড়া নয়): |
|
৭. বৈদেশিক মুদ্রা (বর্তমান এক্সচেঞ্জ/বাজার রেট): |
|
৮. ব্যাংক একাউন্টে জমাকৃত অর্থ (কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, ডিপিএস, এফডিআর ইত্যাদি যাবতীয় অ্যাকাউন্টে জমা অর্থ) [অতিরিক্ত ইন্টারেস্ট পুরোটাই সদকা করা জরুরী]: |
|
৯. স্যালারি অ্যাকাউন্ট (সাধারণ মাসিক খরচের অতিরিক্ত জমা থাকলে সে টাকা): |
|
১০. ব্যাংক গ্যারান্টি মানি (নিজের জমাকৃত ব্যালেন্স) [অতিরিক্ত ইন্টারেস্ট পুরোটাই সদকা করা জরুরী]: |
|
১১. বীমায় জমাকৃত প্রিমিয়াম [অতিরিক্ত ইন্টারেস্ট পুরোটাই সদকা করা জরুরী]: |
|
১২. বন্ড, ট্র্যাজারি বিল, সঞ্চয়পত্র (ক্রয় মূল্য) [অতিরিক্ত পুরোটাই সদকা করা জরুরী]: |
|
১৩. প্রভিডেন্ট ফান্ড (যদি ঐচ্ছিক হয়; বাধ্যতামূলকভাবে কেটে রাখা অংশের যাকাত হস্তগত হওয়ার পর থেকে): |
|
১৪. কোম্পানির শেয়ার: কোম্পানি থেকে ডিভিডেন্ড পাওয়ার উদ্দেশ্যে ক্রয়কৃত (ব্যালেন্সশিট দেখে নিজের অংশে বিদ্যমান যাকাতযোগ্য সম্পদ): |
|
১৫. কোম্পানির শেয়ার: ক্যাপিটাল গেইন তথা সেকেন্ডারি মার্কেটে ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত (বর্তমান মার্কেট ভ্যালু): |
|
১৬. সমিতিতে সঞ্চিত নগদ অর্থ (নিজের জমাকৃত ব্যালেন্স): |
|
১৭. ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ (নিজের অংশে বিদ্যমান যাকাতযোগ্য সম্পদ): |
|
১৮. বিক্রিত পণ্যের বকেয়া মূল্য (যা পাওয়া নিশ্চিত বা পাওয়ার আশা রয়েছে): |
|
১৯. বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া ইত্যাদি বিবিধ উৎস থেকে অর্জিত আয়ের সঞ্চিত অর্থ: |
|
২০. ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত জমি, প্লট-এর বর্তমান বিক্রয় মূল্য (যা কেনাই হয়েছে বিক্রির নিয়তে): |
|
২১. ব্যবসার জন্য ক্রয়কৃত ফ্ল্যাট, বাড়ি-এর বর্তমান বিক্রয় মূল্য (যা কেনাই হয়েছে বিক্রির নিয়তে; ভাড়ায় প্রদত্ত ফ্ল্যাট বা বাড়ি নয়): |
|
২২. ব্যবসার গাড়ির বর্তমান বিক্রয় মূল্য (যা কেনাই হয়েছে বিক্রির নিয়তে; ভাড়ায় চালিত গাড়ি নয়): |
|
২৩. কোম্পানির বিক্রয়যোগ্য ব্যবসায়িক পণ্যের বর্তমান বিক্রয় মূল্য: |
|
২৪. সকল ব্যবসার বিক্রয়যোগ্য পণ্যের বর্তমান বিক্রয় মূল্য: |
|
২৫. ব্যবসায়িক পণ্য তৈরির মজুদ কাঁচা মালের বর্তমান বিক্রয় মূল্য: |
|
২৬. ব্যবসার জন্য ক্রয়কৃত পশু-প্ৰাণীর বর্তমান বিক্রয় মূল্য (গরু, ছাগল, মাছ, মুরগি ইত্যাদি): |
|
মোট সম্পদ : |
|
যাকাতের সম্পদ থেকে বিয়োগযোগ্য দায়/ঋণ |
টাকা |
১. সাংসারিক প্রয়োজনে গৃহীত ঋণ: |
|
২. ব্যক্তিগত ঋণ: |
|
৩. এমন ব্যবসার সকল ঋণ যার উপর নিজের ও সংসারের খরচ নির্ভরশীল: |
|
৪. পূর্বের বকেয়া বাড়ি/গাড়ি/গুদাম/দোকান ভাড়া, পানি/গ্যাস/টেলিফোন/বিদ্যুৎ বিল, ট্যাক্স: |
|
৫. যাকাত-বর্ষের ভেতরের বকেয়া কর্মচারি বেতন-ভাতা: |
|
৬. ব্যবসায়িক লেনদেনের ঋণ (পণ্য ক্রয় বা ভাড়া বাবত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যা পাবে): |
|
৭. ডেভেলপমেন্ট ঋণের যে অংশ যাকাতযোগ্য সম্পদ ক্রয়ের পেছনে ব্যয় হয়েছে: |
|
৮. কিস্তিতে প্রদেয় মেয়াদী ঋণের যতটুকু এক বছরে পরিশোধ করতে হবে: |
|
৯. স্ত্রীর মহর (যদি তা এই যাকাত বর্ষে আদায়ের নিয়ত করে; নতুবা নয়): |
|
মোট দায় : |
|
মোট সম্পত্তি : |
|
মোট দায় বিয়োগ : |
|
২.৫% হিসাবে মোট যাকাতের পরিমাণ |
|
যাকাতের কিছু জরুরী মাসায়েল
শেয়ার : (১) যারা আইপিও-তে অংশগ্রহণ করে স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার খরিদ করে থাকে কোম্পানির বার্ষিক লভ্যাংশ পাওয়ার উদ্দেশ্যে। তারা কোম্পানির ব্যালেন্সশীট দেখে যাকাত দিবে। (২) যারা ক্যাপিটাল গেইন করে। অর্থাৎ শেয়ার বাজারে শেয়ার কেনা-বেচাই এদের মূখ্য উদ্দেশ্য থাকে; কোম্পানির ঘোষিত লভ্যাংশ নেওয়ার জন্য এরা শেয়ার ক্রয় করে না। শেয়ার বাজারে ঐ শেয়ারের যে মূল্য থাকে তারা ঐ মূল্য হিসাব করে যাকাত আদায় করবে।
ব্যাংক গ্যারান্টি মানি : বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সিকিউরিটি হিসেবে ব্যাংক গ্যারান্টি প্রদান ও গ্রহণের রেওয়াজ চালু আছে। এক্ষেত্রে যতদিন ব্যাংক গ্যারান্টি মানির মালিক স্বয়ং একাউন্ট হোল্ডার থাকবে ততদিন যাকাত দিয়ে যেতে হবে।
ব্যাংক লোন : ডেভেলপমেন্ট লোন দুই প্রকার: ১. যা যাকাতযোগ্য জিনিস কেনার পেছনে ব্যয় হয়েছে। যেমন, ব্যবসার মাল, কলকারখানার কাঁচা মাল ইত্যাদী। এ প্রকারের লোন যাকাতের নেসাব থেকে বাদ দেয় যাবে। ২. যা যাকাতযোগ্য সম্পদ ব্যতিত অন্য কোন খাতে ব্যয় হয়েছে। যেমন, কারখানার জমি, মেশিনপত্র ইত্যাদী। এ প্রকারের লোন যাকাতের নেসাব থেকে বাদ দেয়া যাবে না। -ইসলাম আওর জাদীদ মাইশাত পৃ. ১১৪; আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু ৮/৪৩৯
সিকিউরিটি মানি : (১) অগ্রিম ভাড়া বাবদ জামানত বা এডভান্স সিকিউরিটি। এ টাকা কিছু কিছু করে ভাড়া হিসাবে কর্তন করা হয়ে থাকে। এর যাকাত ভাড়া দাতা দিবে। (২) ফেরতযোগ্য জামানত, যা মালিকের নিকট বন্ধক হিসেবে রাখা হয়। বাড়ী/দোকান ছেড়ে দেওয়ার সময় এ টাকা ফেরত দেওয়া হয়। এই টাকা যেহেতু শরীয়তের দৃষ্টিতে বন্ধকের অন্তর্ভুক্ত; তাই বন্ধকগ্রহীতার জন্য এ টাকা ব্যবহার করা জায়েয নয়। টাকাগুলো সে খরচ করে ফেললে সেই এর যাকাত দিবে। আর যথাযথ হেফাযত করলে এর যাকাত আদায় করবে বন্ধকদাতা।
বায়নানামার টাকা : এই টাকার মালিক যেহেতু বিক্রেতা, তাই সেই এর যাকাত দিবে।
ব্যববসায়িক পণ্যের কোন্ মূল্য ধর্তব্য : যাকাতবর্ষ পূর্ণ হওয়ার দিন পণ্যগুলো একত্রে বিক্রি করলে যে দাম হবে, সে হিসাবে যাকাত দিবে।
বিক্রিত পণ্যে বকেয়া টাকার যাকাত : যে সকল পণ্য বাকিতে বিক্রি করা হয় এবং তা পাওয়ারও আশা থাকে, তার যাকাত দিতে হবে।
প্রভিডেন্ট ফান্ড : যে অংশ ঐচ্ছিক তার যাকাত দিতে হবে। আর বাধ্যতামূলকভাবে কেটে রাখা অংশের যাকাত হস্তগত হওয়ার পর থেকে দিবে।
মাসআলা : কারখানা, মিল ইত্যাদীর মেশিনের উপর যাকাত ফরয নয়, তবে এগুলোতে যে মাল তৈরী হয় তার উপর যাকাত ফরয। এমনিভাবে কাঁচা মাল যা কারখানাতে পাকা মাল তৈরীর জন্য রাখা থাকে তার উপরও যাকাত ফরয।
মাসআলা : যে ব্যক্তি সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা সোনা (চাই তা ব্যবহারিত হোক) কিংবা এই মূল্যের নগদ টাকা বা ব্যবসায়ী মালের মালিক হয়, তাহলে উক্ত নেসাব বছরের শুরু ও শেষে থাকলে তার উপর যাকাত ফরয। যদি কিছু সোনা এবং কিছু রূপা থাকে কিংবা ব্যবসায়িক পণ্য থাকে। কিন্তু পৃথকভাবে একটিরও নেসাব পুরা হয় না। তবে সবগুলোর মূল্য যোগ করলে সোনা/রূপা হিসেবে নেসাব পুরা হয়, তবে যাকাত ফরয হবে।
যাকাতের হিসাব করুন খুব সহজে Easy Zakat Calculator
আপনি যদি অনলাইনে সরাসরি যাকাত ক্যালকুলেটর চান, তাহলে নিচের লিংকে ক্লিক করে আপনি এখনই নিজের যাকাতের হিসাব করে নিতে পারেন। উপরের সকল অপশনই আপনি এখানে পেয়ে যাবেন।
Easy Zakat Calculator | যাকাতের হিসাব করুন খুব সহজে
যাকাত নির্ণয় টেবিল। Easy Zakat Calculator | যাকাতের হিসাব করুন খুব সহজে
আর যদি আপনি যাকাত নির্ণয় টেবিল বা যাকাত হিসাব করার উপরোক্ত ফরমটি চান, তাহলে আপনি নিচের লিংক থেকে ক্লিক করে ফরমটি ডাউনলোড করুন এবং প্রিন্টআউট করে আপনি সরাসরি কাগজে খাতা-কলম নিয়ে নিজের যাকাতের হিসাব আপনি নিজেই করতে পারেন।